শ্রীলংকায় ফিরেছেন পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা
শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা আবার দেশে ফিরে এসেছেন যিনি ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তিনি এতদিন সাময়িক ভিসা নিয়ে থাইল্যান্ডে অবস্থান করছিলেন। সেখান থেকেই সিঙ্গাপুর হয়ে কলম্বো ফিরেছেন তিনি।
ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য মিস্টার রাজাপাকসার সরকারকেই দায়ী করে শ্রীলংকার মানুষ। বৈদেশিক মুদ্রার সংকটের জের ধরে দেশটিতে তীব্র খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছিলো।
এর জের ধরেই গত এপ্রিলে খাদ্য ও জ্বালানি তেলের মূল্য ব্যাপকভাবে বেড়ে গেলে দেশটিতে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়
সূত্র : বিবিসি বাংলা, ছবি : বিবিসি বাংলা
0 Comment