অবশেষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের খেতাব হারালেন সু চি
মিয়ানমারের নেত্রী অং সান সু চি’কে দেওয়া ‘অ্যাম্বাসাডর অফ কনশেন্স’ বা ‘বিবেকের দূত’ পদবি প্রত্যাহার করে নিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ২০০৯ সালে অং সান সু চি’কে ‘অ্যাম্বাসাডর অফ কনশেন্স’ বা ‘বিবেকের দূত’ পদবি পেয়েছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর কাছ থেকে । তার গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনের স্বীকৃতি হিসেবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উক্ত পদবি দিয়াছিল।
সু চি মিয়ানমারের রাখাইন প্রদেশে মুসলিম রোহিঙ্গাদের উপর তার সেনাবাহিনী দিয়ে যে বর্বর নির্যাতন চালিয়েছিল তাতেকরে সারা বিষয়ে নিন্দার ঝড় উঠেছে।
মিয়ানমার থেকে সাত লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে সু চির সেনাবাহিনীর বর্বর অভিযানের কারণে। সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে মিস সু চি’র বিরুদ্ধে। এই গটনার কারণে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ছাড়াও আরো কয়েকটি প্রতিষ্ঠান ও সংস্থা মিস সু চি’কে দেওয়া তাদের খেতাব প্রত্যাহার করে নিয়েছে।
তাদের মধ্যে রয়েছে, কানাডার পার্লামেন্টের দেওয়া সম্মানসূচক নাগরিকত্ব, ব্রিটেনের অক্সফোর্ড শহরের দেওয়া সম্মাননা, গ্লাসগো নগর কাউন্সিলের দেওয়া ফ্রিডম অফ সিটি খেতাবসহ আরো অনেক সম্মাননা।
সূত্র ও ছবি : বিবিসি
0 Comment