বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী আজ চাঁদপুর যাচ্ছেন। বেলা তিনটায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুরে সাজসাজ রব বিরাজ করছে। তাঁকে শুভেচ্ছা জানিয়ে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীসহ নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ড দিয়ে সড়ক সাজিয়ে তুলেছেন। চাঁদপুর থেকে হাইমচর পর্যন্ত রাস্তাঘাট সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য চাঁদপুরকে কে সাজানো হয়েছে খুব ভালোকরে। চাঁদপুর থেকে হাইমচর পর্যন্ত রাস্তাঘাট সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। আওয়ামীলীগের নেতা কর্মীগণ ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ড দিয়ে সড়ক সাজিয়ে তুলেছেন চাঁদপুর থেকে হাইমচর পর্যন্ত।

আসা করা যাচ্ছে প্রধানমন্ত্রীর এই সফরে এসে চাঁদপুরে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

চাঁদপুরবাসী কিছু দাবি জানাবেন প্রধানমন্ত্রীর কাছে, যেগুলো হলো , চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, , হাইটেক পার্ক, স্বতন্ত্র ইলিশ গবেষণা ইনস্টিটিউট, ইকোনমিক জোন প্রতিষ্ঠা, চাঁদপুরকে পর্যটন নগরী ঘোষণা, চাঁদপুর-লাকসাম রেললাইন ডাবল লাইনে রূপান্তর করা।

সূত্র : প্রথম আলো