আসছে মৌসুমে বাস্তেইন শোয়েনস্টাইগার বায়ার্ন মিউনিখে থাকছেন না। দলে তার এই অনুপুস্থিতি কোন ভাবেই মেনে নিতে পারছে না তার সতীর্থরা। জার্মানির বিশ্বকাপজয়ী এই তারকা যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডে ক্লাবটিতে।

ম্যানুয়াল নয়্যার বলেন, এটা মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে যে শোয়েনস্টাইগার থাকছে না। সে আমার খুব ভালো বন্ধু ছিল, আশা করি খুব তাড়াতাড়িই আমরা আবার একসাথে হব।

টমাস মুলার প্রায় একই অনুভুতি জানিয়ে বলেন, ক্যারিয়ারের পুরোটা সময় ওর পাশেই আমি খেলেছি। আমার সাথে সাথে বায়ার্ন মিউনিখও অনেক মিস করবে। ম্যানচেস্টার ইউনাইটেডে সে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছে। মনে-প্রাণেই চাই, সে সফল হোক।’

-গোল ডটকম