শুরু হতে যাচ্ছে আন্ডারগ্রাউন্ড চ্যাম্পিয়ন্স লীগ (ইউ সি এল – ৫)
শুরু হতে যাচ্ছে আন্ডারগ্রাউন্ড চ্যাম্পিয়ন্স লীগ – ৫। টুর্নামেন্টটি ১লা জুন থেকে ৬ই জুন ২০১৫ পর্যন্ত চলবে। এর প্রধান আয়োজক হিসেবে কাজ করছেন ফুটবল প্রেমিক মিঃ আকবর হায়দার মুন্না। প্রতিবারের মতো এবারও ইউ সি এল – ৫ এর পর্দা উঠবে একটু ভিন্ন আঙ্গিকে।
এরই মধ্যে টুর্নামেন্টের প্রধান আয়োজক মিঃ আকবর হায়দার অধিনায়ক সম্মেলন অনুষ্ঠানের ডাক দিয়েছেন। যা অনুষ্ঠিত হবে আগামী ২৬শে মে ২০১৫, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে। অনুষ্ঠানে অধিনায়কদের জন্য আয়োজন করা হয়েছে প্রীতিভোজ ও প্রীতিম্যাচেরও। এবং একই সাথে টুর্নামেন্টের প্রধান আয়োজক সবার মাঝে উন্মোচন করবেন ‘ইউ সি এল – ৫’ এর সেই কাঙ্খিত ট্রফি দুটি।
টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে মোট ৩২টি দল। তবে গত তিনবারের ইউ সি এল চ্যাম্পিয়ন “ক্লাব ইলেভেন” সহ এবারও অংশ নিচ্ছে কিছু সুপরিচিত দল যেমন; এফ. সি. পজাইডন, সেভেন ন্যাশন, লাইকান এফ. সি. ড্যাগারস এফ. সি. ইত্যাদি।
ওদিকে, অন্য টুর্নামেন্টে অংশগ্রহণ করার কারণে গতবারের চ্যাম্পিয়ন ‘এমিগোস’ ইউ সি এল – ৫ অংশগ্রহণ করতে পারছে না।
উল্লেখ্য, টুর্নামেন্টের ‘কোয়ার্টার ফাইনাল’ থেকে খেলা গুল পরিচালনা করবেন বাফুফের রেফারি।
ধারাবাহিক …………
0 Comment