বিশ্বকবির ১৫৪তম জয়ন্তীতে সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ১০টার দিকে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ভিত্তিফলক উন্মোচন করেন তিনি।

একই অনুষ্ঠানে ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি, সিরাজগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিস, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারিত কার্যক্রম, জেলা রেজিস্ট্রার কার্যালয় ও শেখ রাসেল পৌর শিশুপার্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।