বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের মালিক এখন জাপান। এই ট্রেনটি ঘণ্টায় ৬০৩ কিলোমিটার গতি তুলে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। ভেঙেছে নিজের গড়া আগের রেকর্ডটিও। ম্যাগনেটিক লেভিটেশন প্রযুক্তির এ ট্রেনের চলার জন্য কোন ধাতব ট্র্যাক বা রেলপথের প্রয়োজন হয় না। ঘর্ষণমুক্তভাবে চলার জন্য ট্রেনটিতে ব্যবহার করা হয় বিদ্যুতায়িত চুম্বক ফলে ট্রেনটি ট্র্যাকের ওপর ভেসে থেকেই দ্রুতবেগে ছুটতে থাকে।
সুত্রঃ সিএনএন