বাংলাদেশ সফরকে সামনে রেখে পাকিস্থান ক্রিকেট দলের তিন ফরমেটের আলাদা দল ঘোষনা
দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে পাকিস্তান দল। এর জন্য টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টির জন্য আলাদা আলাদা দল ঘোষনা করেছে পাকিস্থান ক্রিকেট দল। বোলিং অ্যাকশনের বৈধতা পাওয়ায় তিন ফরমেটেই দলে ফিরলেন অফ স্পিনার সাঈদ আজমল। বোলিং অ্যাকশনের বৈধতা না পাওয়ায় এখন পর্যন্ত শুধু ব্যাটসম্যান হিসেবেই দলে থাকছেন হাফিজ। অবশ্য আগামী ৯ এপ্রিল ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিতে যাবেন এই অফস্পিনার। ওই পরীক্ষায় পাস করলে বাংলাদেশ সফরে বল করতে কোনো সমস্যা থাকবে না এই অলরাউন্ডারের। বিশ্বকাপে খারাপ খেলায় সব ফরম্যাটের দল থেকে বাদ পড়েছেন উমর আকমল। আর উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ শুধু টি-টোয়েন্টি দলে আছেন। অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খানকে ওয়ানডে থেকে ‘বিশ্রাম’ দেয়া হয়েছে। আর বিশ্বকাপের সময় চোট পাওয়া পেসার ইরফান খান কোনো দলেই নেই। বিশ্বকাপে ভালো করায় তিন ফরম্যাটেই জায়গা পেয়েছেন দুই পেসার ওয়াহাব রিয়াজ ও সোহেল খান।
পাকিস্তান টেস্ট দল: বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ সফিক, আজহার আলী, ইউনুস খান, হারিস সোহেল, সাইদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সোহেল খান, রাহাত আলী।
পাকিস্তান ওয়ানডে দল: সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ সফিক, ফাওয়াদ আলম, আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, শোহেব মাকসুদ, সামি আসলাম, সাইদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, এহসান আদিল, সোহেল খান।
পাকিস্তান টি-টোয়েন্টি দল: আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, মুকতার আহমেদ, শোহেব মাকসুদ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সাইদ আজমল, শহীদ আফ্রিদি (অধিনায়ক), সোহেল তানভির, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, উমর গুল, জুনায়েদ খান।
0 Comment