বুধবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে এই মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী।

শেখ হাসিনা বলেন, “তিনি (খালেদা জিয়া) ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করে যেমন ভুল করেছেন, তেমনি এখন যে দেশের মানুষ তার সাথে নেই, তা বুঝেও না বোঝার ভান করছেন।”

দশম সংসদ নির্বাচন বর্জন করে এখন নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি জোটের হরতাল-অবরোধের দিকে ইঙ্গিত করে একথা বলেন তিনি।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধে নাশকতায় নিরীহ মানুষের প্রাণহানি নিয়ে যেমন সমালোচনা রয়েছে, তেমনি কর্মসূচির প্রভাবও এখন জনজীবনে দৃশ্যমাণ নয়।

শেখ হাসিনা বলেন, “তার (খালেদা জিয়া) এই কর্মসূচি বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে, আর এটাই হবে তার কথিত আন্দোলনের পরিণতি।”