নাইজেরিয়ায় এই প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট পরাজিত।
নাইজেরিয়ায় এই প্রথম কোন ক্ষমতাসীন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হল। নির্বাচনে গুডলাক জনাথনকে হারিয়ে বিরোধী দলীয় প্রার্থী মুহাম্মদু বুহারি বিজয়ী হয়েছেন। অনানুষ্ঠানিক ফলাফলে, জেনারেল মুহাম্মদ বুহারি তার প্রতিপক্ষ থেকে প্রায় ২০ লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। প্রার্থী মুহাম্মদু বুহারির মূল প্রতিশ্রুতি ছিল দুর্নীতি দমন এবং ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠি বোকো হারামকে পরাজিত করা।
বিজয় অর্জনের পর মুহাম্মদু বুহারি এক বিবৃতিতে সকল নাইজেরিয়ানদের ধন্যবাদ জানিয়েছেন।
নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করেছেন। তারা এর প্রশংসার পাশাপাশি ভোট কারচুপির অভিযোগর কথাও বলেছেন। – বিবিসি
0 Comment