গতকাল শনিবার সহিংসতা আর কারিগরি ক্রুটির মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে নাইজেরিয়ার সাধারণ নির্বাচন । নির্ধারিত সময়ের ছয় মাস পর এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দেশটির স্বাধীনতার পর এই প্রথম দুই প্রার্থী (বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জোনাথন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী মোহম্মাদু বুহারির) মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারনা করেছিলেন বিশ্লেষকরা। তবে সহিংসতার কারণে বেশ কিছু ভোট কেন্দ্র স্থগিত রয়েছে বলে জানান তারা।

ভোট গ্রহণের সময় সহিংসতায় সারাদেশে কমপক্ষে কুড়ি জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে সবকিছু সত্ত্বেও সন্তোষ প্রকাশ করেছেন বিশ্লেষকরা এবং বিলম্বের কারণ হিসেবে বোকো হারামের তৎপরতাকেও আখ্যায়িত করেছেন তারা।

ভোটগ্রহণ কেন্দ্রে ৬৫ বছর বয়সী ভোটার ইসমাইল ওমর বলেন, ‘আমরা এখানে আছি সকাল ছয়টা থেকে। আর এখন বাজে সাড়ে নয়টা। কর্মকর্তাদের কারও দেখা নেই।’ নির্বাচন বানচাল করতেই এসব করা হচ্ছে বলে তার ধারণা।

উল্লেখ করা যায় যে, সহিংসতার কারণে যে কেন্দ্র গুলতে ভোট গ্রহণ স্থগিত ছিল তা আজ রোববার পুনরায় নেয়া হবে।

-বার্তা সংস্থা এএফপি, বিবিসি, রয়টার্স।