বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও টানা ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচির সমর্থনে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে শুরু হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন মো. শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম শাওন, মো. সাদ্দাম হোসেন, মো. এনায়েতুল্লাহ শরীফ, মো. আশরাফুল আলম, নুরে আলম জিকু, মো. ফয়সাল হোসেন, মাহমুদুল হক মুন্না, মো. কাউসার রাসেল, ইউসুফ খান, আব্দুল্লাহ আল মামুন, হাবিব আহসানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো ২০-২৫ জন ছাত্রদল কর্মী।