নাম তার হাজী মোহাম্মদ আবু তাহের জেন্টেলম্যান, বাড়ী ডেমুরা,বারহাটা, নেত্রকোনা।

তার দাবী তার সাথে যদি প্রধানমন্ত্রীর মাত্র ১ মিনিটের জন্য সাক্ষাত হয় তাহলে বর্তমান রাজনীতির যে অচল পরিস্থিতি তা মাত্র ৭২ ঘন্টার মধ্যে কেটে যাবে।

পরনে কাফনের কাপড় এবং গলায় বাংলাদেশের জাতীয় পতকা জড়িয়ে বুকে একটি ফেষ্টুন ঝুলিয়ে জেন্টেলম্যান জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন।